Kolkata

রাজ্যে লাফিয়ে বাড়ছে রোগীর সংখ্যা, বাড়ছে মৃত্যুও

রাজ্যে এবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। তাল মিলিয়ে করোনায় মৃত্যুও বেড়ে চলেছে।

Published by
News Desk

কলকাতা : রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। প্রতিদিনই তা কিছু করে বেড়ে যাচ্ছে। আগের দিনের তুলনায় বাড়ছে সংখ্যা। গত একদিনে ফের নতুন করে করোনা রোগী বেড়েছে ২ হাজার ৭৩৯ জন। যা এখনও পর্যন্ত একদিনে রেকর্ড। একদিনে এতজন করোনা রোগীর খোঁজ এর আগে পাওয়া যায়নি। তবে নমুনা পরীক্ষা বৃদ্ধি এর একটা বড় কারণ।

এদিনও ১ হাজার নমুনা পরীক্ষা আগের দিনের তুলনায় বেড়েছে। গত একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ২১ হাজার ৭২টি। তারমধ্যে ২ হাজার ৭৩৯ জনের দেহে করোনার হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৭৫ হাজার ৫১৬ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ২১ হাজার ১০৮ জন।

রাজ্যে করোনায় মৃত্যুও বাড়ছে। গত একদিনে রাজ্যে ৪৯ জন করোনায় প্রাণ হারিয়েছেন। যা এ যাবত দৈনিক হিসাবে সর্বোচ্চ। ফলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৬৭৮ জন। গত একদিনে যে ৪৯ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ২০ জন ও উত্তর ২৪ পরগনায় ১৪ জন। এছাড়া হাওড়ায় ৭ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২ জন, পশ্চিম বর্ধমানে ২ জন, মালদায় ২ জন, দার্জিলিংয়ে ১ জন এবং পশ্চিম মেদিনীপুরে ১ জনের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। রাজ্যে সুস্থতার হার বৃদ্ধি মানুষের মধ্যে আশা জিইয়ে রেখেছে। বাড়তে থাকা করোনা রোগীর এই আবহেও এই সংখ্যা মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। গত একদিনে ২ হাজার ২১৩ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের সংখ্যা ৫২ হাজার ৭৩০ জনে পৌঁছেছে। সুস্থতার হার ৭০ শতাংশের দরজায় পৌঁছে গেছে। সুস্থতার হার ৬৯.৮৩ শতাংশ। যা অবশ্যই একটা সদর্থক বার্তা পৌঁছে দিচ্ছে রাজ্যবাসীর কাছে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts