Categories: Kolkata

মদনের গলায় ব্যঙ্গ, অভিযোগের সুর কুণালের

Published by
News Desk

লিওনেল মেসি জীবনের সেরাটা দিয়ে অবসর নিয়েছেন। কিন্তু তাঁর এখনও অনেক কিছু দেওয়ার আছে। এদিন আলিপুর আদালতে এমনই জানালেন সারদা কাণ্ডে জেলবন্দি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। এদিন ব্যঙ্গের সুরেই মদনবাবু বলেন, তাঁর আর সানলাইট সহ্য হচ্ছে না। এবার থেকে তিনি নিজেকে অন্ধকারেই রাখবেন। এতদিন তাঁর ধারণা ছিল যাঁরা গুরুত্বপূর্ণ তাঁরা সামনের সারিতে বসেন। কিন্তু এখন তাঁর ধারণা বদলেছে। এবার থেকে তিনি পিছনের সারিতেই বসবেন। কারণ পিছন থেকেই ছুরিটা মারা হয়। এদিকে শুধু মদন মিত্রই নয়, এদিন বিস্ফোরক মন্তব্যে পিছিয়ে ছিলেন না সারদা কাণ্ডে আর এক অভিযুক্ত কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, একজন এসএসকেএমে শুয়ে সাংবাদিকদের বাইট দিচ্ছেন, আর তাঁকে জেলে কাটাতে হচ্ছে। তাঁকে আদালতেও কথা বলতে দেওয়া হচ্ছে না। কুণাল ঘোষের ইঙ্গিত যে মদন মিত্রের দিকেই ছিল তা বলাইবাহুল্য।

Share
Published by
News Desk

Recent Posts