Kolkata

উচ্চমাধ্যমিকে রেকর্ড পাশ, সর্বোচ্চ ৪৯৯

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল শুক্রবার। এবার ৫০০-র মধ্যে ৪৯৯ উঠল সর্বোচ্চ।

Published by
News Desk

কলকাতা : উচ্চমাধ্যমিকে এবার মেধাতালিকা নেই। পুরো পরীক্ষা হতে পারেনি করোনায় জন্য। তবে শুক্রবার পরীক্ষার ফল প্রকাশ করতে গিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানান, এবার সর্বোচ্চ নম্বর উঠেছে ৪৯৯। মাত্র ১ নম্বর কাটা গেছে ৫০০ নম্বরের পরীক্ষা থেকে। তবে কে তা পেয়েছে তা মেধাতালিকা প্রকাশিত না হওয়ায় তখন জানা যায়নি। এবার উচ্চমাধ্যমিকে পাশের হারও নজর কেড়েছে।

এবার উচ্চমাধ্যমিকে পাশের হার ৯০.১৩ শতাংশ। যা কার্যত একটি রেকর্ড। কারণ উচ্চমাধ্যমিকে এখনও পর্যন্ত এই পাশের হার দেখা যায়নি। এটাই সর্বোচ্চ। গত বছর পাশের হার ছিল ৮৬.২৯ শতাংশ। এবার পরীক্ষা শুরু হয়েছিল ১২ মার্চ। শেষ হওয়ার কথা ছিল ২৭ মার্চ। কিন্তু তার আগেই সারা দেশে করোনার প্রকোপ বাড়তে থাকায় লকডাউন ঘোষণা হয়। সব মিলিয়ে কোপে পড়ে উচ্চমাধ্যমিকের ৩টি পরীক্ষা।

২১ মার্চ উচ্চমাধ্যমিকের পরীক্ষা হয়। তারপর ছিল ২৩, ২৫ ও ২৭ মার্চ পরীক্ষা। এই ৩টি পরীক্ষা তখন স্থগিত হয়। পরে জুলাইয়ের শুরুতে পরীক্ষা ৩টি নেওয়ার কথা থাকলেও তা হয়নি। গত পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে সেগুলির নম্বর স্থির করে তারপর ফল প্রকাশ হল। তবে ফল প্রকাশিত হয়েছে নির্ধারিত সময়েই। কিন্তু বিকেল ৪টে থেকে ফলাফল দেখতে পাওয়ার কথা থাকলেও যান্ত্রিক সমস্যার কারণে ওয়েবসাইটগুলিতে তখন ফল দেখা যায়নি।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts