করোনা ভাইরাস, প্রতীকী ছবি
কলকাতা : প্রতিদিন এখন আগের দিনের রেকর্ড ভেঙে দিচ্ছে পরের দিনের করোনা সংক্রমণ। এটাই এখন এ রাজ্যের করোনা চিত্র। এ সপ্তাহের শুরুতেও দিনে ১ হাজার চোখে দেখেননি মানুষ, সেখানে রবিবার সকাল ৯টা পর্যন্ত নেওয়া তথ্যের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় দেড় হাজারের গণ্ডিও পার করে গেল রাজ্যে করোনা সংক্রমণ। গত একদিনে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ১ হাজার ৫৬০ জন। ১১ হাজার ৭০৯টি নমুনা পরীক্ষা করে এই সংক্রমণ পাওয়া গিয়েছে।
একদিনে দেড় হাজারের ওপর সংক্রমণের হাত ধরে রাজ্যে মোট সংক্রমণ এদিন ৩০ হাজার পার করেছে। রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা সংক্রমিতের সংখ্যা ৩০ হাজার ১৩ জন। যা রাজ্যবাসীর চিন্তার ভাঁজ পুরু করার জন্য যথেষ্ট। গত একদিনে রাজ্যে রোগীর সংখ্যা ১০ হাজার পার করেছে। রাজ্যে এখন মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা সাড়ে ১০ হাজার।
রাজ্যে যখন সংক্রমণ এমন ভয়ংকর ছবি তুলে ধরছে তখন মৃত্যুও বাড়ছে। গত একদিনে রাজ্যে করোনায় প্রাণ গেছে ২৬ জনের। যার হাত ধরে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯৩২-এ। গত একদিনে যে ২৬ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ১৩ জনের, দক্ষিণ ২৪ পরগনায় ৪ জনের, উত্তর ২৪ পরগনায় ৩ জনের, হাওড়া ও পশ্চিম মেদিনীপুরে ২ জন করে ব্যক্তির মৃত্যু হয়েছে আর দার্জিলিং ও মুর্শিদাবাদে ১ জন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে।
রাজ্যে সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি সুস্থও হয়ে উঠছেন অনেকে। গত একদিনে রাজ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২২ জন। যার ফলে রাজ্যে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ৫৮১ জন। সুস্থতার হার ৬১.৯০ শতাংশ। যা আগের চেয়ে কিছুটা কম। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা