Kolkata

আক্রান্ত ৬৫, কলকাতায় সিল বর্ধিষ্ণু বহুতল

কলকাতার একটি বর্ধিষ্ণু বহুতল আবাসনকে সম্পূর্ণ সিল করে দিল পুলিশ। এই একটি আবাসনেই ৬৫ জন আক্রান্ত হয়েছেন।

Published by
News Desk

কলকাতা : শহরের আলিপুরের বর্ধিষ্ণু আবাসন। ধনী ব্যক্তিদেরই বাস সেখানে। পশ এলাকা হিসাবে পরিচিত। সেই আবাসনেই গত ৩ সপ্তাহে ৬৫ জনের দেহে করোনা পাওয়া গিয়েছে। যারমধ্যে ৫৩ জনই আবাসনের বাসিন্দা। এরপর আর ঝুঁকি নিতে পারেনি পুলিশ। মঙ্গলবার থেকে আবাসন সিল করা হয়েছে। আবাসনের বাইরে গার্ড রেল দিয়ে ঘিরে দিয়েছে পুলিশ। কড়া প্রহরা বসানো হয়েছে বাইরে।

সত্যম অ্যাপার্টমেন্ট নামে ওই আবাসনের মোট বাসিন্দার সংখ্যা ২৫০ জন। মোট ৬৪টি ফ্ল্যাট রয়েছে আবাসনটিতে। শুধু বসবাসের জন্য ফ্ল্যাটই নয়, সত্যমে রয়েছে ২২টি অফিসও। এই আবাসনেই গত ৩ সপ্তাহ ধরে একের পর এক করোনা সংক্রমিতের খোঁজ মিলেছে। যা শুধু আবাসন বলেই নয় স্থানীয় এলাকার মানুষেরও চিন্তা বাড়াচ্ছিল। চিন্তায় ছিল প্রশাসনও।

মঙ্গলবার সকাল থেকেই আবাসনের ঢোকা ও বার হওয়ার দরজায় কড়া পুলিশি প্রহরা বসেছে। এছাড়া এলাকা জুড়ে শুরু হয়েছে স্যানিটাইজেশনের কাজ। স্থানীয় মানুষকেও যাবতীয় করোনা নিয়ন্ত্রণ বিধি মানতে অনুরোধ করা হয়েছে। কড়া হাতেই পুরো পরিস্থিতি মোকাবিলা করে করোনা চেন ভাঙতে চাইছে পুলিশ।

Share
Published by
News Desk