Kolkata

করোনা আক্রান্ত লকেট চট্টোপাধ্যায়

রাজ্যের ২ বিধায়কের করোনা আক্রান্ত হওয়ার খবর সকলের জানা। এবার আর এক জন প্রতিনিধি বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও করোনা সংক্রমণের শিকার হলেন।

Published by
News Desk

কলকাতা : হাল্কা জ্বর ছিল গত এক সপ্তাহে। সেলফ আইসোলেশনেই এক সপ্তাহ ছিলেন। করোনা পরীক্ষা করা হয়। এদিন সকালেই সেই রিপোর্ট হাতে আসে। তাতে করোনা পজিটিভ ধরা পড়েছে। সকলকে কি হয় জানাবেন। সব ভালই হবে। শুক্রবার ট্যুইট করে একথা জানান স্বয়ং লকেট চট্টোপাধ্যায়ই। হুগলির বিজেপি সাংসদ নিজেই নিজের করোনা হওয়ার কথা জানিয়েছেন।

গত এক সপ্তাহ ধরে বাড়িতেই রয়েছেন তিনি। করোনা পজিটিভ ধরা পড়ার পর এখন আইসোলেশনেই থাকতে হবে লকেট চট্টোপাধ্যায়কে। এ রাজ্যের জন প্রতিনিধি হিসাবে তিনি হলেন তৃতীয় জন যাঁর করোনা ধরা পড়ল। এর আগে তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ ও মন্ত্রী সুজিত বসুর করোনা ধরা পড়ে।

তমোনাশ ঘোষের মৃত্যু হয়েছে করোনায়। তাঁর মৃত্যুতে মুখ্যমন্ত্রী গভীর শোক ব্যক্ত করেন। সুজিত বসু করোনা থেকে সুস্থ হয়ে আপাতত বাড়িতেই রয়েছেন। তারপর এ রাজ্যের তৃতীয় জন প্রতিনিধি হিসাবে করোনায় আক্রান্ত হলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। রাজ্যে এখন দৈনিক সংক্রমণ কার্যত উর্ধ্বমুখী।

Share
Published by
News Desk

Recent Posts