Kolkata

রেকর্ড সংক্রমণ, রাজ্যে একদিনে আক্রান্ত ৬৫২

রাজ্যে ফের একদিনে রেকর্ড সংক্রমণ। গত একদিনে রাজ্যে ৬৫২ জন নতুন করে করোনা সংক্রমণের শিকার হয়েছেন।

Published by
News Desk

কলকাতা : রাজ্যে সোমবার ৬০০ পার করেছিল সংক্রমণ। ৬২৪ জন একদিনে করোনার কবলে পড়েছিলেন। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা তা পার করে পৌঁছে গেল ৬৫২ জনে। একদিনে রাজ্যে ৬৫২ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণ কিন্তু ক্রমশ চিন্তার ভাঁজ পুরু করছে। ৯ হাজার ৬১৯টি নমুনা পরীক্ষা করে ৬৫২ জনের দেহে করোনা পাওয়া গিয়েছে। এদিকে এদিন রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ১৮ হাজার পার করেছে। রাজ্যে এখন মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ৫৫৯ জনে।

রাজ্যে করোনা সংক্রমণ যখন দৈনিক রেকর্ড গড়ছে তখন মৃতের সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৫ জনের। যারফলে রাজ্যে এখন করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৮ জনে। গত একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সেই কলকাতাতেই। কলকাতায় ৭ জন মারা গেছেন করোনায়। উত্তর ২৪ পরগনা ও হাওড়ায় ২ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা। দার্জিলিং ও হুগলিতে ১ জন করে মানুষের মৃত্যু হয়েছে।

সংক্রমণ ও মৃত্যু যখন বাড়ছে তখন রাজ্যে করোনা থেকে দৈনিক সুস্থও হয়ে উঠছেন অনেকে। গত একদিনে ৪১১ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যার হাত ধরে রাজ্যে করোনামুক্ত মানুষের সংখ্যা ১২ হাজার পার করল। রাজ্যে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ১৩০ জন। শতাংশের হিসাবে ৬৫.৩৫ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts