Kolkata

৬২৪, রাজ্যে একদিনে রেকর্ড সংক্রমণ

একদিনে রেকর্ড সংক্রমণ দেখল রাজ্য। যা নতুন করে সকলের কপালের ভাঁজ পুরু করেছে।

Published by
News Desk

কলকাতা : একদিনে রাজ্যে করোনা সংক্রমণ রেকর্ড অঙ্কে পৌঁছল। এই প্রথম ৬০০-র গণ্ডি পার করল সংক্রমণ। সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার রিপোর্ট অনুযায়ী রাজ্যে নতুন করে ৬২৪ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছে। যা করোনা রাজ্যে থাবা বসানোর পর থেকে কখনও হয়নি। ৯ হাজার ৫১৩টি নমুনা পরীক্ষা করে ৬২৪ জনের করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে। রাজ্যে এখন মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৯০৭ জনে।

রাজ্যে যখন একদিনে রেকর্ড সংক্রমণ ধরা পড়েছে, তেমন গত ২৪ ঘণ্টায় ১৪ জনের প্রাণ কেড়েছে করোনা। যার হাত ধরে রাজ্যে করোনায় মৃত্যু সাড়ে ৬০০ পার করেছে। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬৫৩ জনে। গত ২৪ ঘণ্টায় যে ১৪ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ৬ জনের। হাওড়ায় মৃত্যু হয়েছে ৩ জনের। উত্তর ২৪ পরগনায় ২ জনের। পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় ১ জন করে মানুষের প্রাণ গেছে।

রাজ্যে করোনা সংক্রমণ যখন ক্রমশ মাথাচাড়া দিচ্ছে তখন সুস্থও হয়ে উঠছেন অনেকে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২৬ জন। যার হাত ধরে রাজ্যে করোনামুক্ত মানুষের সংখ্যা গিয়ে দাঁড়াল ১১ হাজার ৭১৯-এ। শতাংশের হিসাবে যা ৬৫.৪৪ শতাংশ। শতাংশের হিসাবে সুস্থতার হার রাজ্যে এতটা উপরে এই প্রথম। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts