Kolkata

রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ১৭ হাজার পার

১৭ হাজার পার করে গেল এ রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা। গত একদিনে এখনও পর্যন্ত সর্বাধিক সংক্রমিত ধরা পড়েছে।

Published by
News Desk

কলকাতা : গত একদিনে রাজ্যে নতুন করে করোনা সংক্রমণের শিকার হলেন ৫৭২ জন। একদিনে এ রাজ্যে করোনা সংক্রমণের নিরিখে এটাই সর্বাধিক। ১০ হাজার ৫৬৩টি নমুনা পরীক্ষা করে ৫৭২ জনের দেহে করোনার অস্তিত্বের খোঁজ মিলেছে। যার হাত ধরে এদিন রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা ১৭ হাজার পার করে গেল। রাজ্যে এখন মোট করোনা সংক্রমিতের সংখ্যা ১৭ হাজার ২৮৩ জন।

রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি মৃতের সংখ্যাও বাড়ছে। রবিবার সকাল ৯টা পর্যন্ত নেওয়া তথ্যের ভিত্তিতে গত একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের। ফলে রাজ্যে এখনও পর্যন্ত করোনা প্রাণ কাড়ল ৬৩৯ জনের। গত একদিনে যে ১০ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে শুধু কলকাতাতেই করোনা প্রাণ কেড়েছে ৭ জনের। এছাড়া হাওড়া, পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদে ১ জন করে করোনা সংক্রমিতের প্রাণ গেছে।

সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি রাজ্যে বহু মানুষ করোনা থেকে সুস্থও হয়ে উঠছেন। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০৪ জন। যার হাত ধরে রাজ্যে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ১৯৩ জন। ফলে এদিন ১১ হাজারের গণ্ডি পার করে গেল করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। যা শতাংশের হিসাবে ৬৪.৭৬ শতাংশ।

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts