Kolkata

রাজ্যে একদিনে করোনা সংক্রমিত ৫২১

রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়েই চলেছে। গত একদিনে নতুন করে ৫২১ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে।

Published by
News Desk

কলকাতা : রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়েই চলেছে। শনিবার সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৫২১ জন। ৯ হাজার ৬৪৮টি নমুনা পরীক্ষা করে ৫২১ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছে। এই নিয়ে পরপর ২ দিন রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা দিনে ৫০০ জনের ওপর রইল। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৭১১ জন।

করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে গত একদিনে করোনায় প্রাণ গেছে ১৩ জনের। ফলে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬২৯ জনে। এরমধ্যে কলকাতায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। গত একদিনে মৃত ১৩ জনের মধ্যে কলকাতায় ৫ জনের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনায় ৪ জন। হাওড়ায় ২ জন। মালদা ও হুগলিতে ১ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা।

সংক্রমণ ও মৃত্যু বাড়ার পাশাপাশি সুস্থতার হার ভাল রয়েছে রাজ্যে। তবে যেভাবে একটানা সুস্থতার হার বাড়ছিল, তাতে এদিন ধাক্কা খেয়েছে রাজ্য। গত দিন যেখানে সুস্থতার হার ছিল ৬৫.০৭ শতাংশ, সেখানে তা কমে এদিন হয়েছে ৬৪.৫৬ শতাংশ। গত একদিনে ২৫৪ জন করোনামুক্ত হয়ে ফিরেছেন। রাজ্যে করোনামুক্ত হলেন এই নিয়ে ১০ হাজার ৭৮৯ জন।

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts