ফাইল : করোনা পরীক্ষা, ছবি - আইএএনএস
কলকাতা : শুক্রবার সকাল ৯টা পর্যন্ত নেওয়া তথ্যের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত অবস্থায় পাওয়া গেল ৫৪২ জনকে। একদিনে রাজ্যে সংক্রমণের নিরিখে যা রেকর্ড। ৯ হাজার ৫৩৭টি নমুনা পরীক্ষা করে এই সংক্রমণ পাওয়া গিয়েছে। একদিনে ৫৪২ জন নতুন সংক্রমিতের হাত ধরে রাজ্যে মোট সংক্রমণও এদিন ১৬ হাজার পার করে গেল। রাজ্যে এখন মোট সংক্রমিতের সংখ্যা ১৬ হাজার ১৯০ জন।
রাজ্যে সংক্রমিতের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মৃত্যুও বাড়ছে। মোট ১০ জনের গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে করোনায়। যার হাত ধরে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৬১৬-তে। রাজ্যে এখন অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৫ হাজার ৩৯ জন। রাজ্যে গত একদিনে কলকাতায় ৩ জন, হাওড়ায় ৪ জন এবং দার্জিলিং, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলিতে ১ জন করে করোনা সংক্রমিতের প্রাণ গেছে।
সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি রাজ্যে করোনা সারিয়ে সুস্থ হয়ে ওঠার হারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণের পাশাপাশি ২৪৫ জন করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। যার হাত ধরে রাজ্যে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৫৩৫ জন। সুস্থতার হার ৬৫.০৭ শতাংশে পৌঁছে গেছে।