Kolkata

তাঁরা সকলে বিষ খেয়েছেন জানিয়ে আত্মীয়কে ফোন

চরম দারিদ্র গ্রাস করেছিল গোটা পরিবারকে। এদিন সকালে মা ও ২ ছেলে বিষ খেলেন কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকার সোনালি পার্ক এলাকায়।

Published by
News Desk

কলকাতা : বিষ খেয়ে নিজেদের শেষ করে দেওয়ার চেষ্টা করলেন এক পরিবারের ৩ সদস্য। মা ও ২ ছেলে। মায়ের বয়স ৬৭ বছর। ২ ছেলের ৪২ ও ৩৮। শুক্রবার সকালে তাঁদের এক আত্মীয়কে ফোন করেন ২ ছেলের এক জন। জানান তাঁরা বিষপান করেছেন। ৩ জনই মারা যাচ্ছেন। একথা শোনার পর ওই আত্মীয় দ্রুত পুলিশে খবর দেন। পুলিশ ছোটে ওই বাড়িতে। তারপর ওই পরিবার যে বাড়িতে ভাড়া থাকতেন সেখানে ঘরের দরজা খুলে ঢোকে।

ঘরে ঢুকে পুলিশ দেখে ৩ মা ও ২ ছেলে মেঝেতে পড়ে আছেন। অচেতন অবস্থা। মুখ দিয়ে গ্যাঁজলা ধরনের ফেনা জাতীয় জিনিস গড়িয়ে পড়ছে। দ্রুত তাঁদের সেখান থেকে নিয়ে পুলিশ ছোটে বাঘাযতীন হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা দ্রুত ৩ জনের পেট থেকে বিষ বার করার প্রক্রিয়া শুরু করেন। ৩ জনই এখনও জীবিত। তবে অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, করোনার আগে কোনওক্রমে সংসার চলে যাচ্ছিল। সংসার বলতে মা ও তাঁর ২ ছেলে। মা ও এক ছেলের সামান্য রোজগার। তাতেই চলছিল। কিন্তু করোনার পর মার্চ থেকে তাঁরা চরম দারিদ্রের শিকার হন। বড় ছেলে কাজ করতেন এক আইনজীবীর কাছে। সেই কাজ তাঁর যায়। মায়েরও টুকটাক রোজগার বন্ধ হয়ে যায়। ক্রমে গোটা পরিবার চরম দারিদ্রের মধ্যে চলে গিয়েছিল। বাড়ি ভাড়াও দিতে পারছিলনা। পুলিশ জানাচ্ছে এই পদক্ষেপের মূল কারণ জানতে ৩ জনকেই জিজ্ঞাসাবাদ করা হবে। তবে তার আগে তাঁদের সুস্থ হয়ে ওঠা জরুরি।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts