Kolkata

রাজ্যে করোনা সংক্রমণ ১৪ হাজার পার, সুস্থতাও স্বস্তিদায়ক

রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ১৪ হাজার পার করল। সেইসঙ্গে সুস্থতার হারও স্বস্তিদায়ক।

Published by
News Desk

কলকাতা : রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা ১৪ হাজারের গণ্ডিও পার করে গেল। গত একদিনে রাজ্যে ৪১৩ জন নতুন করে করোনা সংক্রমণের শিকার হয়েছেন। ৪১৩ জন করোনা সংক্রমিতের হাত ধরে এদিন রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৪ হাজার ৩৫৮ জনে। রাজ্যে এই মুহুর্তে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫ হাজার ১০২ জন। যা ক্রমশ কমছে বলে এদিন সন্তোষ প্রকাশ করেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিনই করোনায় মৃতের সংখ্যা বাড়ছে। গত একদিনে ১৪ জনের করোনায় মৃত্যু হয়েছে রাজ্যে। ফলে রাজ্যে এখন করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৯ জনে। গত একদিনে কলকাতায় মৃত্যু হয়েছে ৭ জনের। উত্তর ২৪ পরগনা ও হাওড়ায় ৩ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা। হুগলিতে মৃত্যু হয়েছে ১ জনের।

সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি রাজ্যে উল্লেখযোগ্যভাবে করোনা থেকে সেরে উঠে বাড়ি ফেরার সংখ্যা বাড়ছে। করোনাকে হারিয়ে গত একদিনে বাড়ি ফিরেছেন ৩৯০ জন। ফলে রাজ্যে মোট করোনা থেকে সেরে ওঠার সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৬৮৭ জন। শতাংশের হিসাবে এদিন সুস্থতার হার ৬০ শতাংশ পার করেছে। রাজ্যে এখন সুস্থতার হার ৬০.৫০ শতাংশ। সেখানে ভারতে সুস্থতার হার ৫৫.৭৭ শতাংশ। রাজ্যে এখন প্রতিদিনই ১০ হাজারের ওপর নমুনা পরীক্ষা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব।

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts