Kolkata

রথে ছুটি, ঘোষণা করল রাজ্য

রথযাত্রা উপলক্ষে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। নিয়ম মেনে রথযাত্রা পালনের পরামর্শ।

Published by
News Desk

কলকাতা : রথ উপলক্ষে রাজ্যে সরকার ছুটি ঘোষণা করল। সোমবার নবান্নে এই ছুটি ঘোষণার কথা জানান স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। রথযাত্রা পালনের কথা রাজ্যবাসীকে বলা হলেও তা করোনা পরিস্থিতিতে নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে পালনের পরামর্শ দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ববিধি, মাস্ক পরা বাধ্যতামূলক। ছুটি ঘোষণায় খুশি রাজ্য সরকারি কর্মচারিরা।

করোনার কারণে আষাঢ় মাসের সবচেয়ে বড় উৎসব রথযাত্রা এবার তার জাঁকজমক অনেকটাই হারিয়েছে। ইস্কনের রথ কলকাতার সবচেয়ে বড় আকর্ষণ। এবার ইস্কন রথযাত্রা করছে না। রথযাত্রা স্থগিত করেছে মাহেশের রথ পরিচালন সমিতি। এছাড়া রাজ্যের অনেক জায়গাতেই রথযাত্রা পালিত হয়। রথ বার হয়। এবার তা স্থগিত করা হয়েছে।

কলকাতা সহ রাজ্যের অনেক পরিবারে পারিবারিক রথযাত্রার রীতি প্রচলিত। বহু বছর ধরে এটা পারিবারিক পরম্পরা। রথ বার হয়, পথ পরিক্রমা করে, তার অনেক নিয়ম রয়েছে। কিন্তু এবার সেই পারিবারিক রথযাত্রাতেও দাঁড়ি পড়ছে। অনেক পারিবার এবারের মত তাদের প্রাচীন রথযাত্রা স্থগিত করেছে। এদিকে পুরীতে রথযাত্রা শর্তসাপেক্ষে বার করার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট।

Share
Published by
News Desk

Recent Posts