Kolkata

রাজ্যে ১২ হাজারের কাছে আক্রান্ত, সুস্থতার হার ৫০ শতাংশ

রাজ্যে করোনা সংক্রমণের শিকারের সংখ্যা ১২ হাজারের দরজায় গিয়ে দাঁড়াল। গত একদিনে আক্রান্ত আরও ৪১৫ জন।

Published by
News Desk

কলকাতা : রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। গত একদিনে রাজ্যে আরও ৪১৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে রাজ্যে এখন মোট করোনা সংক্রমণের শিকার ১১ হাজার ৯০৯ জন। ফলে রাজ্যে করোনা সংক্রমণের শিকারের সংখ্যা কার্যত ১২ হাজার ছুঁইছুঁই করছে। যেভাবে তা লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে একদিনেই ১২ হাজার টপকে যাবে সংখ্যাটা বলে মনে করা হচ্ছে।

সংক্রমণ বাড়ার পাশাপাশি রাজ্যে করোনায় মৃত্যুও ৫০০ দরজায় কড়া নাড়ছে। গত একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের। ফলে করোনায় মৃতের সংখ্যা ৪৯৫ জনে গিয়ে ঠেকেছে। এক্ষেত্রেও যদি গত দিনগুলোর মতই করোনায় মৃতের সংখ্যা বাড়ে তাহলে একদিনের মধ্যেই রাজ্যে করোনায় মৃত্যু ৫০০ অঙ্ক পার করবে।

সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হারও বাড়ছে। অনেকেই প্রতিদিন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩৪ জন। ফলে রাজ্যে এখন করোনামুক্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৬ হাজার ২৮ জনে। এদিন সুস্থ হওয়ার সংখ্যা ৬ হাজারের গণ্ডি পার করে গেল। শতাংশের হিসাবে রাজ্যে সুস্থ হওয়ার হার এদিন ৫০ শতাংশ পার করল।

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts