Kolkata

রাজ্যে একদিনে আক্রান্ত ৪০৭ জন

রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ১১ হাজারি গণ্ডি পার করেছে গত রবিবারই। এদিন রাজ্যে নতুন করে সংক্রমিত হলেন ৪০৭ জন।

Published by
News Desk

কলকাতা : গত একদিনে রাজ্যে আরও ৪০৭ জনের দেহে করোনা পাওয়া গেল। আক্রান্ত হলেন নতুন করে ৪০৭ জন। যার হাত ধরে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৪৯৪ জন। গত একদিনে ৯ হাজার ৫০৯টি নমুনা পরীক্ষা হয়েছে। যারমধ্যে ৪০৭ জনের নমুনায় করোনার অস্তিত্ব মিলেছে। গত দিনের তুলনায় এদিন নমুনা পরীক্ষা হয়েছে বেশি।

করোনা আক্রান্তের সংখ্যা রাজ্যে ১১ হাজার ৪৯৪ জন ছোঁয়ার পাশাপাশি গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের। ফলে রাজ্যে করোনা মৃতের সংখ্যা বেড়ে হল ৪৮৫ জন। এদিকে করোনামুক্ত হয়ে অনেকে বাড়িও ফিরছেন। রাজ্যে করোনামুক্ত হয়ে বাড়ি ফেরার সংখ্যা এদিন ছিল ৫ হাজার ৪৯৪ জন। ফলে সুস্থতার হার বৃদ্ধি পেল। সুস্থ হয়ে ওঠার হার দাঁড়াল ৪৭.৭৯ শতাংশ।

এখনও করোনা সংক্রমণের নিরিখে রাজ্যের মধ্যে কলকাতাই শীর্ষে অবস্থান করছে। গত রবিবার পর্যন্ত কলকাতায় করোনা সংক্রমিত ৩ হাজার ৭৭৬ জন। মৃত্যু হয়েছে ২৯৭ জনের। সংক্রমণের নিরিখে ২ নম্বরে রয়েছে হাওড়া। ৩ নম্বরে উত্তর ২৪ পরগনা। ৪ নম্বরে হুগলি। ৫ নম্বরে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা।

Share
Published by
News Desk
Tags: Coronavirus