Kolkata

খুলে গেল বেলুড় মঠের দরজা

দক্ষিণেশ্বর মন্দিরের দরজা পুণ্যার্থীদের জন্য খুলে গিয়েছিল গত শনিবার। সোমবার সকালে খুলে গেল বেলুড় মঠের দরজাও।

Published by
News Desk

কলকাতা : লকডাউনের জের ও করোনা ভাইরাসের সংক্রমণ আশঙ্কায় বেলুড় মঠের দরজা গত প্রায় আড়াই মাসের ওপর বন্ধ ছিল। সোমবার তা ফের খুলে গেল। তবে অনেক বিধিনিষেধ মেনেই ভক্তদের মন্দিরে প্রবেশ করতে হচ্ছে। প্রবেশ করতে গেলে আগে থার্মাল স্ক্রিনিংয়ের পরীক্ষা পার করতে হবে। হাতে দেওয়া হচ্ছে স্যানিটাইজার। এছাড়া মুখে মাস্ক আবশ্যিক। নাহলে প্রবেশাধিকার নেই।

আপাতত বেলুড় মঠের দরজা সকালে ২ ঘণ্টা ও বিকেলে ২ ঘণ্টা খোলা থাকবে। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ভক্তরা প্রবেশ করতে পারবেন। অন্যদিকে বিকেলে ৪টে থেকে ৬টা পর্যন্ত সাধারণের জন্য খোলা থাকবে বেলুড় মঠ। তবে গঙ্গায় স্নান করা যাবেনা। গঙ্গার ধারে বসাও নিষেধ। মন্দিরে প্রবেশ করতে পারলেও ফুল নিয়ে প্রবেশ চলবে না।

বেলুড় মঠ চত্বরে প্রবেশের পর থেকে কী কী বিধিনিষেধ পালন করতে হবে তা নির্দিষ্ট করে জানানো হচ্ছে পুণ্যার্থীদের। আপাতত বেলুড় মঠের ৪টি মন্দিরে পুণ্যার্থীরা প্রবেশ করতে পারবেন। কোনও সন্ন্যাসীকে প্রণাম করতে পারবেননা কেউ। পুরো ব্যবস্থার দায়িত্বে রয়েছেন বেলুড় মঠের সন্ন্যাসীরাই। বেলুড় মঠ খুললেও আপাতত ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকছে বাগবাজারে মায়ের বাড়ি।

Share
Published by
News Desk

Recent Posts