Kolkata

১০ হাজার পার করল রাজ্যে আক্রান্তের সংখ্যা

রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ১০ হাজারের দোরগোড়ায় গত বৃহস্পতিবার গিয়ে দাঁড়িয়েছিল। শুক্রবার তা পার করল ১০ হাজারের গণ্ডি।

Published by
News Desk

কলকাতা : পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার করল। গত একদিনে নতুন করে ৪৭৬ জন করোনা সংক্রমণের শিকার হয়েছেন। যার হাত ধরে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা গিয়ে দাঁড়াল ১০ হাজার ২৪৪ জনে। ৮ হাজার ৭৫৮টি নমুনা এদিন পরীক্ষা হয়। তারমধ্যে ৪৭৬ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া যায়।

আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার করার পাশাপাশি রাজ্যে করোনায় মৃতের সংখ্যাও বাড়ল। গত একদিনে ৯ জন করোনায় প্রাণ হারিয়েছেন। ফলে করোনায় রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৫১ জন। অন্যদিকে এদিন ২১৮ জন করোনামুক্ত হয়ে ছাড়া পেয়েছেন। ফলে রাজ্যে এখনও করোনা মুক্ত হলেন ৪ হাজার ২০৬ জন।

রাজ্যে এখন অ্যাকটিভ করোনা রোগী রয়েছেন ৫ হাজার ৫৮৭ জন। করোনা মুক্ত হওয়ার হার বৃদ্ধি পেয়েছে। হয়েছে ৪১.০৫ শতাংশ। রাজ্যে করোনা সংক্রমণে এখনও শীর্ষেই রয়েছে কলকাতা। ২ নম্বরে রয়েছে হাওড়া। ৩ নম্বরে উত্তর ২৪ পরগনা। ৪ নম্বরে হুগলি। ৫ নম্বরে দক্ষিণ ২৪ পরগনা।

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts