Categories: Kolkata

স্কুল বাস দুর্ঘটনা, মৃত চালক

Published by
News Desk

স্কুলবাস দুর্ঘটনায় মৃত্যু হল চালকের। গুরুতর আহত চালকের সহযোগী। আহত হয়েছে ১১ জন ছাত্রীও। তবে তাদের আঘাত গুরুতর নয়। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে পার্ক সার্কাসে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লরেটো ডে স্কুলের বাসটি ছাত্রীদের নিয়ে আসার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা মারে উড়ালপুলের একটি স্তম্ভে। রক্তাক্ত অবস্থায় বাস চালক বিশ্বনাথ সামন্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। স্থানীয় লোকজনের দাবি, প্রাণে বাঁচার সুযোগ থাকলেও ছাত্রীদের বাঁচাতে শেষ পর্যন্ত স্টিয়ারিংয়ের ওপর দখল রাখার চেষ্টা চালিয়ে যান বিশ্বনাথবাবু। তাই লাফিয়ে প্রাণ বাঁচানোর সুযোগ কাজে লাগাননি তিনি। শেষে পর্যন্ত লড়েন পড়ুয়া বোঝাই বাসটাকে বাঁচানোর জন্য। পড়ুয়াদের বাঁচানোর জন্য।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts