Kolkata

রাজ্যে আক্রান্তের সংখ্যা ৯ হাজারের দোরগোড়ায়

পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ বেড়ে চলেছে। এছাড়া গত একদিনে মৃত্যু হয়েছে ১০ জনের।

Published by
News Desk

কলকাতা : রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। মঙ্গলবার রাজ্যে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ৩৭২ জন। ফলে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৯৮৫ জন। ফলে রাজ্য এবার ৯ হাজারের ঘরে প্রায় পৌঁছে গেল করোনা সংক্রমণে। মঙ্গলবার ৭ হাজার ৮০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যারমধ্যে ৩৭২ জনের দেহে করোনা পাওয়া গিয়েছে।

করোনায় সংক্রমণের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। রাজ্যে মঙ্গলবার ১০ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪১৫ জনে। এদিকে মৃত্যুর সংখ্যা বা সংক্রমণ বাড়ার পাশাপাশি অনেকে সুস্থ হয়ে বাড়িও ফিরছেন। মঙ্গলবার ১৫৫ জন সুস্থ হয়ে উঠেছেন। ফলে রাজ্যে ৩ হাজার ৬২০ জন সুস্থ হয়ে উঠলেন। সুস্থতার হার ৪০.২৮ শতাংশ।

কলকাতা এখনও করোনা সংক্রমণে রাজ্যের মধ্য শীর্ষে রয়েছে। গত সোমবার পর্যন্ত কলকাতায় মোট সংক্রমিতের সংখ্যা ছিল ৩ হাজার ১৮, দ্বিতীয় স্থানে রয়েছে হাওড়া। সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। তারপরে সবচেয়ে বেশি সংক্রমণ মিলেছে হুগলিতে।

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts