কলকাতার একটি দোকানে চলছে স্যানিটাইজেশনের কাজ, ছবি - আইএএনএস
কলকাতা : পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে চলেছে। গত একদিনে ৯ হাজার ৩৪৬টি নমুনা পরীক্ষা হয়েছে রাজ্যে। যার মধ্যে ৩১৭ জনের নমুনায় করোনায় অস্তিত্ব পাওয়া গিয়েছে। ফলে রাজ্যে নতুন করে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩১৭ জন। ফলে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ৫ হাজার ১৩০ জন। এদিনই রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ৫ হাজার পার করল।
গত ১ দিনে করোনা সংক্রমিতের সংখ্যা যখন ৩১৭ জন বেড়েছে তখন করোনায় একদিনে মৃত্যু হয়েছে আরও ৭ জনের। ফলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩৭ জন। এছাড়া কোমর্বিডিটিতে আগেই ৭২ জনের মৃত্যু হয়েছিল। এদিন যে ৭ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে শুধু কলকাতাতেই মৃত্যু হয়েছে ৬ জনের। ১ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়।
সংক্রমিতের সংখ্যা বৃদ্ধি বা মৃতের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি অনেকে করোনামুক্ত হয়ে এদিন বাড়িও ফিরেছেন। ১৯৫ জন এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফলে রাজ্যে সুস্থ হয়ে ফেরার সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯৭০ জন। সুস্থ হয়ে ছাড়া পাওয়ার হার দাঁড়াল ৩৮.৪০ শতাংশ। ফলে রাজ্যে সুস্থ হয়ে ওঠার হারও বাড়ছে।