Categories: Kolkata

ফের প্রশ্নের মুখে জোট ভবিষ্যৎ

Published by
News Desk

ক্রমশ আলগা হচ্ছে জোটের বাঁধন। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শনিবার কংগ্রেসের মহামিছিলে পা মেলাচ্ছে না সিপিএম। সিপিএমের কেন্দ্রীয় কমিটির নির্দেশের পরও ঠিক ছিল বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বামেদের পক্ষে এই মিছিলে যোগ দেবেন। কিন্তু বাম শরিকরা সিপিএমের এই সিদ্ধান্তের বিরোধিতা করে। সূত্রের খবর, শরিকি চাপের মুখে বাধ্য হয়েই অবস্থান বদলাতে হয় সিপিএমকে। গত বুধবার বিধানসভা থেকে বামেদের ওয়াকআউটে সঙ্গী হয়েছিল কংগ্রেস। কিন্তু বিরোধী দলনেতা আবদুল মান্নানের কানে খবর যেতেই তিনি ওয়াকআউট অবস্থায় থাকা কংগ্রেস বিধায়কদের নিয়ে ফের বিধানসভা কক্ষে প্রবেশ করে অধিবেশনে যোগ দেন। এই ঘটনার পরই জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। গত বুধবার প্রকাশ্যই কংগ্রেসের সঙ্গে বামেদের জোট নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস। এরপর দীর্ঘদিন ধের ঠিক থাকলেও শেষ পর্যন্ত কংগ্রেসের মিছিলে বামেদের যোগ না দেওয়ার সিদ্ধান্ত আদপে জোটের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলে দিল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts