Kolkata

রাজ্যে করোনায় মৃত আরও ১১ জন

রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। মৃতের সংখ্যা শেষ ১ দিনে আরও ১১ জন বেড়েছে।

Published by
News Desk

রাজ্যে করোনায় শনিবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১১ জন করোনা সংক্রমিতের মৃত্যু হয়েছে। যার হাত ধরে করোনায় মৃতের সংখ্যা ৯৯-তে গিয়ে দাঁড়াল। শনিবার একথা জানান রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। নবান্নে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৮ জন। সেইসঙ্গে রাজ্যে এই পর্যন্ত করোনা সংক্রমিতের সংখ্যা ১ হাজার ৭৮৬ জনে পৌঁছল।

রাজ্যের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৩৪ জন করোনা সংক্রমিতের চিকিৎসা চলছে বলেও জানান আলাপনবাবু। এদিকে রাজ্য পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্য থেকে ফেরানো নিয়ে বিশেষ উদ্যোগী নয় বলে কেন্দ্র যে আঙুল তুলেছে তার জবাব দিয়েছেন স্বরাষ্ট্রসচিব। তিনি জানিয়েছেন রাজ্যসরকার পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য যা করণীয় সবই করছে।

শুধু পরিযায়ী শ্রমিক বলেই নয়, ভিন রাজ্যে আটকে পড়া পর্যটক, তীর্থযাত্রীদের ফেরাতেও উদ্যোগ নিয়েছে রাজ্যসরকার বলে দাবি করা হয়েছে। ভিন রাজ্যের শ্রমিকদের ফেরাতে ১০টি ট্রেনের অনুমোদন দিয়েছে রাজ্যসরকার বলেও জানানো হয়েছে। আলাপনবাবু জানান, ভেলোর সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা করাতে গিয়ে আটকে পড়া রাজ্যবাসীদের ফেরাতেও রাজ্যসরকার উদ্যোগ নিয়েছে।

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts