Kolkata

রাজ্যে একদিনে মৃত আরও ৭

রাজ্যে গত বৃহস্পতিবার মৃত্যু হল আরও ৭ জনের। এই নিয়ে রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৯ জন।

Published by
News Desk

রাজ্যে করোনায় মৃত্যু বেড়েই চলেছে। প্রতিদিনই এই সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের। ফলে করোনায় রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৯ জনে। বৃহস্পতিবার একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯২ জন। ফলে রাজ্যে এখনও পর্যন্ত করোনা সংক্রমিতের সংখ্যা গিয়ে দাঁড়াল ১ হাজার ৫৪৮ জনে। যার মধ্যে এখন অ্যাকটিভ কেস রয়েছে ১ হাজার ১০১টি। যাঁরা রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, কেন্দ্র একের পর এক চিঠি পাঠিয়ে রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। কিন্তু এই মহামারি পরিস্থিতিতে তাঁরা কোনও চিঠিযুদ্ধ চান না বলে জানিয়েছেন বনমন্ত্রী। তিনি বলেন, রাজ্য সরকার এখন সকলের সঙ্গে হাতে হাত মিলিয়ে একত্রে এই জনস্বাস্থ্য সমস্যার সঙ্গে লড়াই করতে চায়। এই মুহুর্তে সরকারের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য বলে জানান রাজীব বন্দ্যোপাধ্যায়।

মন্ত্রী আরও জানান, সকলের সঙ্গে হাতে হাত মিলিয়ে যে রাজ্য সরকার কাজ করতে চায় তা আগেই বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিছুদিন আগেই এই পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সর্বদল বৈঠক করেন। মন্ত্রী এদিন অভিযোগের সুরেই বলেন, কেন্দ্র এই রাজ্যে খারাপ কিট পাঠায়ে দিয়েছে। আন্তর্জাতিক সীমানা খুলে দিয়েছে বাণিজ্যের জন্য। এবার যদি সংক্রমণ বৃদ্ধি পায় তাহলে দোষ কার, সে প্রশ্নও তোলেন বনমন্ত্রী।

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts