Kolkata

রাজ্যে করোনায় মৃত আরও ৪

রাজ্যে একদিনে করোনায় মৃত্যু হল আরও ৪ জনের। ফলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৭২।

Published by
News Desk

রাজ্যে করোনায় মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বুধবার বিকেল পর্যন্ত রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হল আরও ৪ জনের। ফলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৭২ জনে। বুধবার নবান্নে একথা জানান স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানান রাজ্যে করোনা সংক্রমণও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। ১ দিনে ১১২ জন করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন। ফলে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা গিয়ে দাঁড়াল ১ হাজার ৪৫৬ জনে।

আলাপনবাবু জানান, গত ২৪ ঘণ্টায় ১ জন করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। ফলে রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা দাঁড়াল ২৬৫ জনে। রাজ্যের মধ্যে কলকাতায় করোনা সংক্রমণ সবচেয়ে শোচনীয়। কলকাতার একটা বড় অংশ কন্টেনমেন্ট জোনে পরিণত হয়েছে। এদিন বউবাজার থানার এক শীর্ষ আধিকারিক করোনা সংক্রমণের শিকার হয়েছেন। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের তরফ থেকে একটি চিঠি এসেছে। রাজ্যে করোনায় মৃত্যুর হার ১৩.২ শতাংশ বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। যা উদ্বেগের বলা হলেও এ নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে চাপানউতোর তুঙ্গে উঠেছে। এছাড়া চিঠিতে কলকাতা ও হাওড়ায় লকডাউন বিধি পালনে গাফিলতি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts