কলকাতায় চলছে জীবাণুনাশক ছড়ানোর কাজ, ছবি - আইএএনএস
রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বুধবার আরও বাড়ল। এদিন ৩৩ জনের দেহে করোনা সংক্রমণের খোঁজ মিলেছে। তাঁদের চিকিৎসা শুরু হয়েছে। গত মঙ্গলবার রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ছিল ৫২২ জন। বুধবার ৫৫০ জন চিকিৎসাধীন রয়েছেন। ৫২২ জনের সঙ্গে এদিনের ৩৩ জন যোগ হওয়ায় সংখ্যাটা দাঁড়িয়েছিল ৫৫৫ জনে। আবার ৫ জন ছাড়া পেয়েছেন। সুস্থ হয়ে ফিরেছেন। ফলে এখন চিকিৎসাধীন রয়েছেন ৫৫০ জন। এদিন নবান্নে একথা জানান রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা।
৩ মে দেশজুড়ে লকডাউনের শেষ দিন। তারপর সেই সময়সীমা আরও বর্ধিত হবে কিনা সে সম্বন্ধে কেন্দ্র স্পষ্ট কিছু জানায়নি। তবে প্রধানমন্ত্রী গত সোমবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পরে জানিয়েছেন অনেক মুখ্যমন্ত্রীই এখনই লকডাউন তোলার পক্ষপাতী নন। তিনি আরও ইঙ্গিত দেন গ্রিন জোনে কিছু ছাড়ের সম্ভাবনা থাকলেও এখনই রেড জোনে কোনও ছাড় মিলছে না। কেন্দ্র স্পষ্ট করেনি ঠিকই তবে রাজ্য সরকার তাদের সিদ্ধান্ত মোটামুটি এদিন পরিস্কার করেছে।
মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন আগামী সোমবার থেকে গ্রিন ও অরেঞ্জ জোনে বেশ কিছু ছাড় দিতে চলেছে রাজ্য সরকার। এদিকে এদিন রাজ্যে করোনা নিয়ে রাজনীতি হচ্ছে বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি করোনায় মৃতের সংখ্যা নিয়েও প্রশ্ন তুলেছেন চিঠিতে।