Kolkata

রাজ্যে করোনা পজিটিভ আরও ২৮

রাজ্যে করোনা পজিটিভ বাড়ছে। মঙ্গলবার আরও ২৮ জনের দেহে করোনা ধরা পড়েছে। সংখ্যা বাড়ছে দেশেও।

Published by
News Desk

রাজ্যে আরও ২৮ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গেল। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২২ জনে। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ২২ জনের। এদিন ১০ জন করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। ফলে রাজ্যে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন মোট ১১৯ জন। এদিন রাজ্য সরকারের তরফে একথা জানানো হয়। এদিকে চিকিৎসক শিশির মণ্ডলের মৃত্যুতে শোক প্রকাশ করে এদিন ট্যুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে এদিনও কেন্দ্রীয় দল বিভিন্ন জায়গা ঘুরে দেখে। সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার। সকালে বা বেলায় বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। তারমধ্যেই এদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে কেন্দ্রীয় দল পর্যবেক্ষণের কাজে বার হয়। দক্ষিণবঙ্গে কর্মরত কেন্দ্রীয় দলটি এদিন সল্টলেক আমরিতে হাজির হয়। সেখান থেকে যায় বেলেঘাটা আইডি হাসপাতালের সামনে। তবে সেখানে ভিতরে ঢোকেনি দলটি। বাইরে থেকে দেখে, ছবি তুলে চলে যান দলের সদস্যরা। এছাড়াও কেন্দ্রীয় দল করোনা পরিস্থিতিতে বন্দোবস্ত কেমন তা দেখতে হাজির হয় বিরাটি হয়ে বারাসতে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও পরিদর্শনে বার হয় কেন্দ্রীয় দল। সেখানে উপস্থিত কেন্দ্রীয় দলের সদস্যরা ২টি দলে ভাগ হয়ে এদিন পরিদর্শনে যান। একটি দল হাজির হয় শিলিগুড়িতে। সেখানে মাটিগাড়া, ক্যান্টনমেন্ট এলাকা ঘুরে দেখে। অন্য দলটি হাজির হয় দার্জিলিংয়ে। পাহাড়ের পরিস্থিতি ঘুরে দেখে তারা। সেখানে দোকান, বাজারও ঘুরে দেখেন দলের সদস্যরা। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন তাঁরা।

Share
Published by
News Desk

Recent Posts