Kolkata

রাজ্যে বাড়ল করোনা সংক্রমিতের সংখ্যা, দেশে মৃত ৩৬

মৃতের সংখ্যা ১২-ই রয়ে গেছে। রাজ্যে ফুল ও মিষ্টির দোকান দুপুর ১২টায় বন্ধ করে দিতে হবে বলেও রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।

Published by
News Desk

পশ্চিমবঙ্গে করোনা সংক্রমিতের সংখ্যা গত ২৪ ঘণ্টায় অনেকটাই বাড়ল। রাজ্যে সোমবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ হিসাবে ধরা পড়েছেন ৫৪ জন। সোমবার মুখ্যসচিব রাজীব সিনহা একথা জানিয়েছেন। এদিন ৭ জন করোনা সংক্রমিত সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন। ফলে এখন রাজ্যে করোনা পজিটিভ অবস্থায় চিকিৎসাধীন ২৪৫ জন বলে জানিয়েছেন তিনি।

সংক্রমিতের সংখ্যা এদিন বাড়লেও মৃতের সংখ্যা বাড়েনি। মৃতের সংখ্যা ১২-ই রয়ে গেছে। রাজ্যে ফুল ও মিষ্টির দোকান দুপুর ১২টায় বন্ধ করে দিতে হবে বলেও রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।

রাজ্যে যখন একদিনে সংক্রমিতের সংখ্যা ৫৪ জন বেড়ে গেছে তখন দেশজুড়েও করোনা সংক্রমিতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ল। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা পজিটিভ হিসাবে ধরা পড়েছেন ১ হাজার ৫৫৩ জন। ফলে দেশে করোনা সংক্রমিতের সংখ্যা ১৭ হাজার পার করল।

সোমবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৬ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৪৩ জন। স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল একথা জানিয়েছেন।

বিশ্বজুড়েও করোনা তার দাপট অব্যাহত রেখেছে। বিশ্বে ১ লক্ষ ৬৬ হাজার ২৩৭ জনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণে। আক্রান্তের সংখ্যা ২৪ লক্ষ ২৯ হাজার পার করেছে। প্রায় ৬ লক্ষ ৩৭ হাজার মানুষ সুস্থ হয়ে ফিরেছেন।

মৃত্যু ও সংক্রমণের নিরিখে মাথায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে করোনা প্রাণ কেড়েছে ৪০ হাজারের ওপর মানুষের। সংক্রমিত ৭ লক্ষ ৬৭ হাজারের কিছু বেশি। তারপরেই মৃত্যু মিছিলের নিরিখে রয়েছে ইতালি। সেখানে মৃত্যু হয়েছে ২৩ হাজার ৬০০-র ওপর মানুষের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts