Kolkata

দেশের সঙ্গে রাজ্যেও বাড়ল করোনা সংক্রমিতের সংখ্যা

এখনও পর্যন্ত দেশের কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে করোনা রোগীর খোঁজ মিললেও এ দেশে এখনও গোষ্ঠী সংক্রমণ হয়নি।

Published by
News Desk

পশ্চিমবঙ্গে বুধবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জন করোনা পজিটিভ মানুষের খোঁজ মিলেছে। ফলে রাজ্যে এখন করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ১৩২ জনে।

করোনায় এ রাজ্যে এখনও মৃত্যু হয়েছে ৭ জনের। রাজ্য সরকারের তরফে এদিন একথা জানানো হয়েছে। এদিকে রাজ্যে করোনার চিকিৎসা ও করোনা মোকাবিলায় রাজ্য সরকার তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

করোনার জেরে রাজ্যে চলা উচ্চমাধ্যমিক পরীক্ষার ৩টি বিষয়ের পরীক্ষা বাকি থাকতেই পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছিল। সেই ৩টি বাকি থাকা পরীক্ষা হবে আগামী জুন মাসে বলে জানানো হয়েছে।

এছাড়া ১১ ক্লাস থেকে ১২ ক্লাসে সকলকেই তুলে দেওয়া হচ্ছে। রাজ্যে এখন অনেক স্কুল অনলাইনে পড়াশোনা শুরু করে দিয়েছে। ঘরে বসেই ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে। শিক্ষক শিক্ষিকারা বাড়ি থেকেই ভিডিও করে পড়া বোঝাচ্ছেন।

রাজ্যের পাশাপাশি করোনা সংক্রমণের সংখ্যা দেশ জুড়েই বেড়ে চলেছে। সবচেয়ে বেশি করোনা সংক্রমিতের খোঁজ মিলেছে মহারাষ্ট্রে। সেখানে করোনা সংক্রমিতের সংখ্যা ২ হাজার পার করেছে। এছাড়া গুজরাট, রাজস্থান, তামিলনাড়ু সহ কিছু রাজ্যে করোনা পজিটিভের সংখ্যা বাড়ছে।

যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানিয়েছেন, এখনও পর্যন্ত দেশের কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে করোনা রোগীর খোঁজ মিললেও এ দেশে এখনও গোষ্ঠী সংক্রমণ হয়নি। অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, বিশ্বের অন্য দেশের তুলনায় ভারতে করোনা সংক্রমণের হার অনেক কম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts