করোনা হেলমেট পরে কলকাতায় সচেতনতা প্রচার, ছবি - আইএএনএস
সোশ্যাল মিডিয়ায় এবং কিছু সংবাদমাধ্যমে করোনা সংক্রমণ নিয়ে রাজ্য সরকার সংখ্যা কম করে দেখাচ্ছে বলে যে অভিযোগ উঠছে তা ভিত্তিহীন। পুরো তথ্যই দিচ্ছে একটি বিশেষজ্ঞ কমিটি। তাদের দেওয়া রিপোর্টের ভিত্তিতেই রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা, করোনায় মৃতের সংখ্যা জানানো হচ্ছে। শুক্রবার একথা পরিস্কার করে দিলেন রাজ্যের মুখ্যসচিব। বিশেষজ্ঞ কমিটির দেওয়া তথ্য মেনেই করোনা তথ্য তুলে ধরা হচ্ছে সকলের সামনে বলেও জানান তিনি।
মুখ্যসচিব এদিন জানান, রাজ্যে এদিন আরও ১২ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছে। ফলে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ায় ৯২ জনে। এঁদের মধ্যে ৩ জনের করোনা নেগেটিভ আসায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। ফলে বর্তমানে সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ জনে। এঁদের চিকিৎসা হচ্ছে। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৫ জন।
করোনা লকডাউনের ২১ দিনের মেয়াদ শেষ হচ্ছে আগামী মঙ্গলবার। তারপরও কী লকডাউন চলবে? এ প্রশ্ন এখন সকলের। কিন্তু তার কোনও সদুত্তর কেন্দ্রের তরফে পাওয়া যায়নি। সরাসরি কিছুই জানানো হয়নি। ওড়িশা সরকার আবার কেন্দ্র কী করবে তার জন্য বসে না থেকে তাদের রাজ্যে লকডাউন ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিয়েছে ইতিমধ্যেই। পশ্চিমবঙ্গ সরকার অবশ্য এখনও কিছু জানায়নি।