Kolkata

রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে ৮৩

১২ জন নতুন করে করোনা পজিটিভ হিসাবে ধরা পড়েছেন

Published by
News Desk

পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৩। গত বুধবার যেখানে সংখ্যাটা ছিল ৭১ সেখানে এদিন তা বেড়ে দাঁড়িয়েছে ৮৩-তে। অর্থাৎ ১২ জন নতুন করে করোনা পজিটিভ হিসাবে ধরা পড়েছেন। তবে করোনায় মৃতের সংখ্যা ৫ রয়েছে। তা বাড়েনি। এদিকে করোনায় বিরুদ্ধে লড়াইকে আরও সুসংবদ্ধ করতে প্রচেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার।

রাজ্যে করোনা পরিস্থিতি সম্বন্ধে আরও পরিস্কার হতে তথ্য সংগ্রহের কাজ শুরু করছে রাজ্য সরকার। এছাড়া রাজ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসের যোগান ধরে রাখতেও সবরকম ব্যবস্থা গ্রহণ করছে সরকার।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বণিকসভার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেইসঙ্গে এমএসএমই-র সঙ্গে যুক্তদের সঙ্গেও বৈঠক করেন। কথা বলেন হোটেল ব্যবসার সঙ্গে যুক্তদের সঙ্গে।

রাজ্যে লকডাউন অবশ্য চলছে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্রই লকডাউন। পুলিশ তৎপরতার সঙ্গে মানুষকে অযথা রাস্তায় বার হওয়া থেকে দূরে রাখছে। শহর তো বটেই গ্রামেও মাঝেমধ্যেই টহল দিচ্ছে পুলিশের ভ্যান বা বাইকে বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন পুলিশকর্মীরা।

সামনের সপ্তাহের শুরুতেই চড়ক সংক্রান্তি এবং পয়লা বৈশাখ। এ দিনগুলোয় চিরাচরিত প্রথা মেনে তা কীভাবে সবকিছু সম্পূর্ণ হবে তা নিয়ে চিন্তিত রাজ্যের বহু সাধারণ মানুষ।

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts