Kolkata

লকডাউনের মধ্যেই কলকাতার বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড

Published by
News Desk

লকডাউনে গোটা শহরটাই খাঁ খাঁ করছে। সকালের দিকে বাজার, হাট করতে যদিও বা কিছু মানুষ রাস্তায় বার হচ্ছেন। বাকি সময়টা সকলেই গৃহবন্দি। করোনা রুখতে সরকারের দাওয়াই মেনে চলা লকডাউনের মধ্যেই সোমবার সকালে আগুন লাগে ভবানীপুরের একটি আবাসনে। বহুতল আবাসনে অনেক পরিবারের বাস। আগুনের লেলিহান শিখা ১৭ তলার একটি ফ্ল্যাটের জানালা থেকে ঠিকরে বাইরে বেরিয়ে আসতে থাকে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা।

বেলা ১০টার পর আগুন লাগে। দ্রুত দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে হাজির হয়। যেহেতু ১৭ তলায় আগুন লাগে তাই আনা হয় ল্যাডারও। একদিকে যেমন আগুন নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ লড়াই শুরু করেন দমকলকর্মীরা, তেমনই আবার বহুতল ফাঁকা করা শুরু হয়। যেহেতু এখন লকডাউন চলছে তাই বহুতলের প্রায় সব ফ্ল্যাটের বাসিন্দারাই ঘরে ছিলেন। তাঁদের এক এক করে বার করে আনা হয়। এদিকে আগুনের পরিস্থিতি বুঝে হাজির হয় আরও ৫টি ইঞ্জিন।

আগুন নেভানোর সময় একটি বিস্ফোরণের শব্দও হয়। গ্যাস সিলিন্ডার ফেটেই ওই শব্দ হয় বলে মনে করা হচ্ছে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লাগে। তবে আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত হচ্ছে। ওই ফ্ল্যাটের কারও কোনও ক্ষতি হয়নি। তবে সম্পত্তির ক্ষতি হয়েছে প্রভূত। ঘটনা ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts