Kolkata

রাজ্যে আরও ৩ করোনা সংক্রমিতের খোঁজ, উত্তরবঙ্গ থেকে প্রথম

Published by
News Desk

পশ্চিমবঙ্গে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৮। গত শুক্রবার পর্যন্ত ছিল ১৫ জন। শনিবার তা আরও ৩ জন বাড়ে। নয়াবাদের যে বৃদ্ধ এখন হাসপাতালে সংকটজনক অবস্থায় করোনা নিয়ে ভর্তি। মনে করা হচ্ছে তাঁর এই সংক্রমণ হয়েছে এগরায় সম্প্রতি একটি বিয়েবাড়ি থেকে। সেখানে তিনি বিদেশ ফেরত এক ব্যক্তির সংস্পর্শে আসেন। সেই এগরার বিয়েবাড়িতে উপস্থিত আরও কয়েকজনের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে ২ মহিলার শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

২ মহিলার দেহে করোনার হদিশ পাওয়ার পর তাঁরা এগরার হাসপাতালে ভর্তি। আইসোলেশনে রাখা হয়েছে তাঁদের। এদিকে এদিন উত্তরবঙ্গের একটি নমুনা পরীক্ষা করে সেখানে করোনা পজিটিভ হিসাবে পাওয়া যায় এক ব্যক্তির। তিনি কার কার সংস্পর্শে এসেছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ। উত্তরবঙ্গ থেকে আসা নমুনায় করোনা পজিটিভ এতদিন পাওয়া যায়নি। এদিনই প্রথম কোনও উত্তরবঙ্গ থেকে আসা নমুনা পাওয়া গেল যাতে করোনা পজিটিভ হিসাবে পাওয়া গিয়েছে।

রাজ্যে ২ দিন আগেও যেখানে করোনা সংক্রমিতের সংখ্যা ১০ জনে আটকে ছিল। তা মাত্র ২ দিনের ব্যবধানে পৌঁছে গেল ১৮ জনে। গত শুক্রবার তেহট্টের একই পরিবারের ৫ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া যায়। তাঁদের শনিবার কলকাতায় আনা হয়। আর শনিবার আরও ৩ জনের খোঁজ মিলল যাঁরা করোনা সংক্রমিত। নাইসেডে এসে পৌঁছেছে আরও কিট। ফলে আগামী দিনে আরও বেশি নমুনা পরীক্ষার সুযোগ মিলবে এখানে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts