Kolkata

বেলেঘাটা আইডিতে ভর্তি করা হল তেহট্টের ৫ করোনা সংক্রমিতকে

Published by
News Desk

দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে করোনার শিকার হন তেহট্টের ৫ বাসিন্দা। যারমধ্যে একটি ৯ মাসের শিশুও রয়েছে। তাদের করোনা ধরা পড়ার পর রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ১০ থেকে লাফিয়ে শুক্রবার পৌঁছে যায় ১৫ জনে। ওই ৫ জনকে তেহট্টের বাড়িতেই শুক্রবার আলাদা করে রাখা হয়। শনিবার তাঁদের নিতে সকালেই সেখানে পৌঁছয় বিশেষ অ্যাম্বুলেন্স।

ওই ৫ জন যে এলাকার বাসিন্দা সেখানে হাজির হয়ে তাঁদের বিশেষ পদ্ধতি মেনে অ্যাম্বুলেন্সে তুলে নেওয়া হয়। তারপর সোজা নিয়ে আসা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। এঁদের অ্যাম্বুলেন্স থেকে নামানোও হয় চরম সাবধানতা বজায় রেখে। যাঁরা তাঁদের নামিয়ে আনেন তাঁদের সারা শরীর ছিল বিশেষ পোশাকে ঢাকা। মুখ থেকে মাথা ছিল বিশেষভাবে মোড়া।

বেলেঘাটা আইডিতে আপাতত চিকিৎসারত তাঁরা। এখন দেখা হচ্ছে এঁদের সংস্পর্শে ঠিক কতজন মানুষ এসেছিলেন। তাঁদের চিহ্নিত করে তাঁদের আলাদা করে কোয়ারেন্টিনে পাঠানোর চেষ্টা চলছে। এদিকে রাজ্যে আর এক করোনা সংক্রমিত নয়াবাদের বাসিন্দা বৃদ্ধের অবস্থা সংকটজনক। তাঁর চিকিৎসা চলছে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts