Kolkata

করোনার জেরে স্থগিত উচ্চমাধ্যমিক পরীক্ষা

Published by
News Desk

করোনার জেরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ। দিল্লি বোর্ডের পরীক্ষাও স্থগিত। কিন্তু তার মধ্যেই চলছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবার সেই পরীক্ষা স্থগিত করা হল। আগামী ২৩, ২৫ ও ২৭ মার্চ যে ৩টি পরীক্ষা রয়েছে তা স্থগিত করা হয়েছে। ১৫ এপ্রিল পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষা বন্ধ থাকবে। তারপর অবস্থা বুঝে যে পরীক্ষাগুলি স্থগিত করা হল তার সূচি প্রকাশ করবে সংসদ।

সব বন্ধ অথচ উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। এই নিয়ে প্রশ্ন উঠছিল। অভিভাবক থেকে শিক্ষক সকলেই এই প্রশ্ন তুলছিলেন যেখানে স্কুল, কলেজ বন্ধ হচ্ছে সেখানে উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে কীভাবে? এবার সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করায় খুশি তাঁরা। ছাত্রছাত্রীরাও পরীক্ষা দিতে যাচ্ছিলেন অনেকেই মুখে মাস্ক পড়ে। অভিভাবকরাও চিন্তায় ছিলেন তাঁদের সন্তানদের বাড়ি থেকে বার করা নিয়ে। এবার সেই চিন্তা মিটল।

অনেক স্কুলেও মার্চের এই সময় ফাইনাল পরীক্ষার রেজাল্ট আউট ছিল। নতুন ক্লাসের জন্য বই দেওয়া ছিল। বিশেষত দিল্লি বোর্ডের স্কুলগুলিতে। সেখানেও অধিকাংশ ক্ষেত্রে রেজাল্টই বার হচ্ছেনা। আপাতত ছাত্রছাত্রী বা অভিভাবক কাউকেই স্কুলে আসতে মানা করেছে স্কুল কর্তৃপক্ষ। পরবর্তী নোটিসের জন্য তাঁদের অপেক্ষা করতে বলা হয়েছে। ফলে স্বাভাবিক সময়ে অর্থাৎ এপ্রিলের শুরুতেই যে নতুন ক্লাস শুরু হচ্ছেনা এটা সকলের কাছেই পরিস্কার।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts