Categories: Kolkata

হাসপাতাল থেকে ফের সংশোধনাগারে মদন মিত্র

Published by
News Desk

শরীর সুস্থ। তাই এসএসকেএম থেকে রবিবার ছাড়া পেলেন সারদা কাণ্ডে জেলবন্দি মদন মিত্র। এদিন কার্ডিওলজি বিভাগ থেকে তাঁকে বার করা হয়। পায়ে হেঁটেই গাড়ি পর্যন্ত আসেন তিনি। সেখান থেকে তাঁকে ফেরত নিয়ে যাওয়া হয় আলিপুর সেন্ট্রাল জেলে। মেডিক্যাল বোর্ড তাঁকে ছাড়পত্র দেওয়ার পরই এদিন মদন মিত্রকে সংশোধনাগারে ফেরত নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে বার হওয়ার সময় মদনবাবু জানান, জেলবন্দি অবস্থায় দিনের পর দিন থাকায় তাঁর পারিবারিক জীবন নষ্ট হচ্ছে। তাই তিনি ফের জামিনের আবেদন করবেন। পাশাপাশি নারদ ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তদন্তের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি। বিরোধীদের কটাক্ষ করে মদনবাবু বলেন, আগে যখন নারদ ইস্যুতে তদন্ত হচ্ছিল না তখন তাঁরা তদন্ত চাই বলে দাবি করে সোচ্চার ছিলেন। এখন যখন তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে তখন আবার তাঁরা তার বিরোধিতা করছেন।

Share
Published by
News Desk

Recent Posts