Kolkata

ঝলসে গেল ৪০টি গাড়ি

Published by
News Desk

দূরে কোথাও নয়। একদম খাস কলকাতা লাগোয়া দক্ষিণ ২৪ পরগনার আনন্দপুর এলাকায় বৃহস্পতিবার একটি মারুতি সার্ভিস সেন্টারে আগুন লেগে যায়। আগুন লাগার খবর পেয়ে সেখানে একে একে হাজির হয় দমকলের ১২টি ইঞ্জিন। বিধ্বংসী আগুন তখন এক এক করে গ্রাস করতে থাকে সেখানে রাখা গাড়িগুলিকে। যে গাড়িগুলি সার্ভিসিংয়ের জন্য সেখানে এসেছিল। দমকলকর্মীরা আপ্রাণ লড়াই শুরু করেন আগুন আয়ত্তে আনার। দুপুরের দিকে আগুনটি লাগে।

আগুন ওই সার্ভিস সেন্টারের সিংহভাগ গ্রাস করলেও দমকলকর্মীরা তার বাইরে আগুন ছড়াতে দেননি। আগুন নিয়ন্ত্রণে আনার পর শুরু হয় কুলিং প্রসেস। যা শেষ হতে দীর্ঘ সময় লাগে। ঠিক কীভাবে আগুন লাগল তা পরিস্কার নয়। তবে শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আগুনের জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়ায়।

আগুনে ওই মারুতি সার্ভিস সেন্টারে থাকা প্রায় সব গাড়ি পুড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। সংখ্যাটা কত? ওই সার্ভিস সেন্টারে কর্মরত এক ব্যক্তি সংবাদ সংস্থাকে জানিয়েছেন সংখ্যাটা প্রায় ৪০। ৪০টি গাড়ি পুড়েছে। ক্ষতির অঙ্ক কোটি টাকার ওপর। যদিও এখনও ঠিক কত ক্ষয়ক্ষতি তা পরিস্কার হয়নি। এই ঘটনায় ক্ষতি প্রচুর হলেও কোনও হতাহতের খবর নেই। সকলেই বাইরে বেরিয়ে আসতে পারেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts