Kolkata

ছাড়া পেয়েই ছত্রধরের মুখে মুখ্যমন্ত্রীর অকুণ্ঠ প্রশংসা

Published by
News Desk

গ্রেফতার হওয়ার পর কেটে গিয়েছে ১০ বছর। জঙ্গলমহলের মাওমনস্ক নেতা ছত্রধর মাহাতো এতদিন জেলেই কাটিয়েছেন। ১০ বছর কাটার পর অবশেষে জামিন পেলেন তিনি। জামিন পেয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ ছত্রধর। জঙ্গলমহলের প্রভূত উন্নতি করেছেন মুখ্যমন্ত্রী বলে দাবি করে প্রশংসা করেন তিনি। বাম আমলে ছত্রধর মাহাতো গ্রেফতার হন। ২০০৯ সালে তিনি গ্রেফতার হওয়ার পর তাঁর ১০ বছরের কারাদণ্ড শেষ করেছেন তিনি। তবে অন্য একটি মামলা রয়েছে ঝাড়খণ্ডে। সেই মামলায় জামিন পেলেন ছত্রধর মাহাতো। সেই কাগজ হাতে আসার পরই তাঁকে ছাড়া হয় কলকাতার হাসপাতাল থেকে।

কলকাতার এসএসকেএম হাসপাতালে গত ৪ মাস ধরে ভর্তি ছিলেন ছত্রধর মাহাতো। অসুস্থতার কারণে ভর্তি ছিলেন। রবিবার তাঁর ১০ বছরের কারাদণ্ড পূর্ণ হওয়া ও ঝাড়খণ্ডের ঘাটশিলার মামলায় জামিন পাওয়ার পর তিনি এসএসকেএম থেকে বেরিয়ে আসেন। আর বাইরে এসেই মুখ্যমন্ত্রীর প্রশংসায় মুখ খোলেন। এমনকি জানান তিনি ফের আন্দোলনে সামিল হবেন। তবে এবার মুখ্যমন্ত্রীর উন্নয়নে ভরসা রেখে জঙ্গলমহলের উন্নয়নে ব্রতী হবেন তিনি।

ছত্রধর রবিবার জানান, তাঁর জঙ্গলমহলের উন্নয়ন নিয়ে অনেক স্বপ্ন আছে। সেখানকার মানুষের দুঃখ দুর্দশা ঘোচাতে চান তিনি। সেই লক্ষ্যেই এবার ফের কাজে নামবেন তিনি। তাঁর আশা তাঁকে জঙ্গলমহলের মানুষ গ্রহণ করবেন। প্রসঙ্গত ছত্রধর জেলে থাকাকালীনই গত ১ বছরে তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠতা বেড়েছে বলে কানাঘুষো শোনা যাচ্ছিল।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts