Kolkata

সিএএ, এনআরসি প্রতিবাদ অবস্থানে মহিলার মৃত্যু, স্তব্ধ শব্দ

Published by
News Desk

সিএএ, এনআরসি এবং এনপিআর-এর বিরুদ্ধে দিল্লির শাহিনবাগের মতই কলকাতার পার্ক সার্কাসে বিক্ষোভ অবস্থান অব্যাহত। রবিবার সেই প্রতিবাদ মঞ্চ শোকস্তব্ধ হল। বন্ধ হয়ে গেল মাইক। বন্ধ হল স্লোগান। এক প্রতিবাদী মহিলার মৃত্যুকে কেন্দ্র করে গোটা রবিবার জুড়েই শোকের ছায়া নামল। প্রতিবাদে অংশগ্রহণকারীরা জানান সামিদা খাতুন নামে ওই মহিলা প্রতিদিন বিকেল ৩টে নাগাদ পার্ক সার্কাসের প্রতিবাদ স্থলে হাজির হতেন। আর থাকতেন রাত ১টা পর্যন্ত।

সেই অবস্থানে অংশ নিয়ে এন্টালির বাসিন্দা ওই ৫৬ বছরের মহিলা হৃদরোগে আক্রান্ত হন। পার্ক সার্কাসের মঞ্চ থেকেই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন তাঁরা। এই খবর পৌঁছনোর পরই পার্ক সার্কাসের প্রতিবাদ স্থলে শোকের ছায়া নেমে আসে।

সামিদা খাতুন হাঁপানির অসুখে ভুগছিলেন। তবু তিনি রোজ এই প্রতিবাদ স্থালে হাজির হতেন বলে জানা গিয়েছে। গত ১৫ দিন ধরেই তিনি এখানে নিয়মিত আসছিলেন। দিল্লির শাহিনবাগের আদলে পার্ক সার্কাসে যে প্রতিবাদ চলছে তাতে ভিড় কিন্তু বাড়ছে। নজর কাড়ছে মহিলাদের অংশগ্রহণ। অনেক ক্ষেত্রে ছোট্ট শিশুদের নিয়েও সেখানে ধর্নায় হাজির থাকছেন মহিলারা।

Share
Published by
News Desk

Recent Posts