Kolkata

দিল্লির আঁচ কলকাতায়, জেএনইউ কাণ্ডে একের পর এক মিছিল, অবরোধ

Published by
News Desk

দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ছবি শিউরে দিয়েছে গোটা দেশকে। বাম ছাত্র সংগঠন দাবি করেছে এবিভিপি ও বিজেপি সদস্যরা মুখে কাপড় বেঁধে তাদের ওপর আক্রমণ চালিয়েছে। অন্যদিকে এবিভিপি এই অভিযোগ অস্বীকার করেছে। তবে বেশ কিছু খণ্ড ভিডিওতে ধরা পড়েছে গত রবিবার রাতে কীভাবে জেএনইউতে মুখে রুমাল বেঁধে হাতে লোহার রড, লাঠি নিয়ে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতি। ওই ঘটনায় জেএনইউ স্টুডেন্ট ইউনিয়নের সভানেত্রী ঐশী ঘোষের মাথা ফাটে। মাথা ফাটে এক অধ্যাপিকার। এছাড়াও অনেক ছাত্রছাত্রী আহত হয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা আছড়ে পড়ছে গোটা দেশ জুড়ে।

কলকাতায় এদিন একের পর এক বিক্ষোভ, মিছিল, সমাবেশ, অবস্থান বিক্ষোভে সামিল হন পড়ুয়ারা। বিভিন্ন জেলাতেও জেএনইউ কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ আছড়ে পড়ে। সকলেরই দাবি, এই ঘটনা ঘটিয়েছে সংঘের ছাত্র সংগঠন এবিভিপি ও বিজেপি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জেএনইউ কাণ্ডের প্রতিবাদ করে পথে নামেন ছাত্র ছাত্রীরা। মিছিল করেন। মিছিলে ছাত্রছাত্রীর অংশগ্রহণ ছিল নজরকাড়া।

যাদবপুরে যখন মিছিল চলছে তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল হয় কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ। এছাড়াও রাজাবাজার মোড় সহ বিভিন্ন জায়গায় প্রতিবাদে সামিল হয় তারা। কলেজ স্ট্রিটে এদিন যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটে প্রতিবাদে সামিল ছাত্র পরিষদ, তখন প্রেসিডেন্সির সামনে থেকে মিছিল করে গিয়ে সামনেই কলেজ স্ট্রিট মোড় অবরোধ করে ডিএসও। জেএনইউ কাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয় তারা। জেনএনইউ কাণ্ডে সোমবার সকাল থেকে হায়দরাবাদ, পুনে, মুম্বই সহ বিভিন্ন জায়গায় পড়ুয়ারা বিক্ষোভে সামিল হয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts