Kolkata

পথে নেমে সোচ্চার অপর্ণা সেন, কৌশিক সেনরা

Published by
News Desk

সারা দেশে ক্রমশ বাড়ছে নয়া নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ। প্রতিবাদে সামিল হচ্ছেন অনেক বিশিষ্টজন। প্রতিবাদে নেমে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে আটক হয়েছেন বিখ্যাত ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। এদিকে এদিনই কলকাতায় নাগরিকত্ব আইন ও এনআরসি-র বিরুদ্ধে পথে নামলেন বুদ্ধিজীবীরা। পথে নেমে এবার তাঁরা প্রতিবাদের পথে হাঁটলেন। পা মেলালেন অপর্ণা সেন, কৌশিক সেনরা।

মৌলালির কাছে রামলীলা ময়দান থেকে নাগরিকত্ব আইন ও এনআরসি-র বিরুদ্ধে বুদ্ধিজীবীদের পদযাত্রা শুরু হয়। তা মৌলালি হয়ে এসএন ব্যানার্জী রোড ধরে এগিয়ে শেষ হয় কলকাতা পুরসভার কাছে। অপর্ণা সেন এদিন রামচন্দ্র গুহকে আটক করার তীব্র প্রতিবাদ করেন। সেইসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, কিছু দিয়েই দেশ জুড়ে এই আন্দোলনকে রুখতে পারবেনা সরকার।

অপর্ণা সেন বলেন, অনেক জায়গায় ১৪৪ ধারা জারি করে প্রতিবাদ আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু তা দিয়ে প্রতিবাদের কণ্ঠরোধ করা যাবে না বলেও দাবি করেন তিনি। এদিন পায়ে পা মিলিয়ে বুদ্ধিজীবীদের মিছিল কিন্তু এবার রাজনৈতিক দল, ছাত্রের সঙ্গে একসূত্রে গাথা হল। তাঁরাও এবার রাস্তায় নেমে নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদ করলেন।

Share
Published by
News Desk

Recent Posts