সিএএ ও এনআরসি-র প্রতিবাদে বামেদের মিছিল, ছবি - আইএএনএস
নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ অব্যাহত। তারমধ্যে পাল্টা নাগরিকত্ব আইনের পক্ষে মানুষকে বোঝাতে পথে নামছে বিজেপি। রাজ্যে ইতিমধ্যেই তারা বেশ কিছু মিছিল করে ফেলেছে। বৃহস্পতিবার নাগরিকত্ব আইনের পক্ষে মেদিনীপুরে মিছিল করলেন স্থানীয় বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। নাগরিকত্ব আইনের পক্ষে সওয়াল করেন তিনি। বোঝানোর চেষ্টা করেন আতঙ্কের কিছু নেই। সেইসঙ্গে রাজ্য সরকারের তীব্র বিরোধিতাও উঠে আসে তাঁর গলায়।
একদিকে বিজেপি যখন নাগরিকত্ব আইন নিয়ে মানুষকে আতঙ্কিত হতে মানা করছে। আশ্বস্ত করছে। তখন নাগরিকত্ব আইনের বিরোধিতায় রাজ্যে এবার পথে নামল বাম ও কংগ্রেস। এতদিন তৃণমূল নেত্রীকে পথে নেমে প্রতিবাদ করতে দেখা গেছে। পথে নেমে প্রতিবাদে সামিল তৃণমূল। এদিন সিএএ ও এনআরসি-র বিরুদ্ধে পথে নামল বামফ্রন্ট ও কংগ্রেস।
বামফ্রন্ট এদিন মৌলালির কাছে রামলীলা ময়দান থেকে মিছিল বার করে। মিছিলের নেতৃত্ব দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম সহ অন্যান্য বাম দলের নেতারা। মিছিল শেষ হয় পার্ক সার্কাস ময়দানে। একইভাবে এদিন একটি পৃথক মিছিল বার করে কংগ্রেসও। মিছিল থেকে নাগরিকত্ব আইন ও এনআরসি-র বিরুদ্ধে প্রতিবাদ ওঠে। হাতে প্ল্যাকার্ড নিয়ে পথ হাঁটেন কংগ্রেস নেতা কর্মীরা।