এভাবেই দিনভর চলার পর বিকেলের দিকে কলকাতা জুড়ে প্রবল বর্ষণ শুরু হয়। কোথাও বেশি তো কোথাও কিছুটা কম। কিন্তু বৃষ্টি হয়েছে সর্বত্রই। অনেক জায়গায় জলও জমে যায়। সমস্যায় পড়েন অফিস ফিরতি মানুষজন। যদিও রাজ্যে বর্ষা ঢুকলেও কলকাতায় এই বৃষ্টিকে প্রাক বর্ষার বৃষ্টি হিসাবেই ব্যাখ্যা করছেন আবহবিদরা। এদিকে শহরবাসীর মতে, আষাঢ়ের প্রথম দিনের বৃষ্টিই বুঝিয়ে দিল বর্ষা কেমন যাবে।