Categories: Kolkata

আষাঢ়স্য প্রথম দিবসে…!

Published by
News Desk

আষাঢ় মাসে পা রেখেই নিজের রূপ দেখিয়ে দিল বর্ষা। বৃহস্পতিবার সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার। বেলা বাড়তে অনেক জায়গায় বৃষ্টি শুরু হয়। অফিস টাইমে বৃষ্টিতে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। এদিন বৃষ্টি একবার থেমেছে। তো কিছুক্ষণ পর ফের শুরু হয়েছে। কখনও আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। তো কখনও হাল্কা রোদের আভা উঁকি দিয়েছে।

এভাবেই দিনভর চলার পর বিকেলের দিকে কলকাতা জুড়ে প্রবল বর্ষণ শুরু হয়। কোথাও বেশি তো কোথাও কিছুটা কম। কিন্তু বৃষ্টি হয়েছে সর্বত্রই। অনেক জায়গায় জলও জমে যায়। সমস্যায় পড়েন অফিস ফিরতি মানুষজন। যদিও রাজ্যে বর্ষা ঢুকলেও কলকাতায় এই বৃষ্টিকে প্রাক বর্ষার বৃষ্টি হিসাবেই ব্যাখ্যা করছেন আবহবিদরা। এদিকে শহরবাসীর মতে, আষাঢ়ের প্রথম দিনের বৃষ্টিই বুঝিয়ে দিল বর্ষা কেমন যাবে।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts