Kolkata

নতুন মুখ্যসচিব হলেন রাজীব সিংহ

Published by
News Desk

এতদিন রাজ্যের মুখ্যসচিব ছিলেন মলয় দে। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ সামলেছেন তিনি। এবার সেই দায়িত্ব পেলেন অন্য এক আমলা। রাজীব সিংহ হলেন রাজ্যের নতুন মুখ্যসচিব। তাঁকে সোমবার সব দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী মুখ্যসচিব মলয় দে। নবান্নে তাঁর ঘরে রাজীব সিংহকে বসিয়ে কথা বলেন তিনি। পদ থেকে সরার আগে সবকিছু তাঁকে বুঝিয়ে বলেন।

মলয় দে এদিন করমর্দন করে রাজীব সিংহের হাতে নতুন দায়িত্ব তুলে দেন। এরপর নিজের চেয়ার ছেড়ে দেন তিনি। সেই চেয়ারে রাজীব সিংহকে বসার জন্য আহ্বান জানান। পরে রাজীব সিংহ সেই আসনে বলেন। নতুন মুখ্যসচিবের চেয়ারে বসে যথেষ্ট খুশি দেখিয়েছে তাঁকে। তাঁর উল্টোদিকের চেয়ার গিয়ে বসেন মলয় দে।

যিনি পদ ছাড়লেন সেই মলয় দে এবং যিনি পদ গ্রহণ করলেন সেই রাজীব সিংহ, দুজনেই এদিন খুশি মনে ছিলেন। এই চেয়ার পরিবর্তনের পর সাংবাদিকরা অনেকেই নানা কথা বলেন। ছবি তুলতে ব্যস্ত হন চিত্রগ্রাহকরা। একদম দুর্গাপুজোর মুখেই রাজীব সিংহ এই গুরুদায়িত্ব পেলেন। তাঁকে অনেকেই শুভেচ্ছা জানান।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts