Kolkata

রাজ্য সরকারি কর্মচারিদের জন্য সুখবর, ষষ্ঠ বেতন কমিশনে পড়ল সরকারি সিলমোহর

Published by
News Desk

তাঁদের বেতনক্রম কেমন হতে চলেছে। বেতন বৃদ্ধি হয়ে সংখ্যাটা কেমন হতে পারে তার ইঙ্গিত আগেই রাজ্য সরকারি কর্মচারিদের সম্মেলনে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন সবে তিনি ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট হাতে পেয়েছেন। এবার তা সরকারি স্বীকৃতি পেল। মন্ত্রিসভার বৈঠকে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশে সিলমোহর পড়ল। ফলে সরকারি ভাবে স্বীকৃত হল বেতন কমিশনের বেতন বৃদ্ধির সুপারিশগুলি। এদিন সেকথা জানিয়েছেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

মাইনে কীভাবে বেড়েছে তার একটা ব্যাখ্যাও রাজ্য সরকারের তরফে দেওয়া হয়েছে। বলা হয়েছে যাঁদের ১০০ টাকা মাইনে ছিল তাঁদের মাইনে বেড়ে হচ্ছে ২৮০ টাকা ৯০ পয়সা। এক্ষেত্রে অবশ্য বেসিক, গ্রেড পে ও ডিএ মার্জ হয়ে যাচ্ছে। বেসিক, গ্রেপ পে ও ডিএ যুক্ত হওয়ায় ১০০ টাকা মাইনে দাঁড়াচ্ছে ২২৫ টাকায়। এবার তার ওপর ১৪.২২ শতাংশ মাইনে বাড়ানো হচ্ছে। ফলে তা দাঁড়াচ্ছে ২৫৬ টাকা। এর ওপর গত ৩ বছরে ৩ শতাংশ করে বছরে মাইনে বেড়েছে। তাও যুক্ত হচ্ছে। ফলে মোট অঙ্ক গিয়ে দাঁড়াচ্ছে ২৮০ টাকা ৯০ পয়সায়।

অর্থমন্ত্রী জানিয়েছেন এই নয়া বেতনক্রম আগামী জানুয়ারি থেকে চালু করা হবে। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন সরকারি কর্মীদের মাইনে বাড়ছে, সেদিন থেকেই রাজ্য সরকারি কর্মীদের একাংশ বলেছিলেন যে যা বাড়ছে তা ২০১৬ সাল থেকে তাঁদের দেওয়া হোক। এতদিনের প্রাপ্য অতিরিক্ত টাকা এরিয়ার করে দেওয়া হোক। কিন্তু অমিত মিত্র এদিন পরিস্কার করে দিয়েছেন যে এমনটা হচ্ছেনা। আগামী জানুয়ারি থেকেই নতুন বেতন চালু হবে। কোনও এরিয়ার মিলবে না। তবে কিছু অ্যালাওয়েন্স বেতন কমিশনের সুপারিশের চেয়েও বেশি বাড়িয়েছে সরকার।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts