Categories: Kolkata

বৃদ্ধাকে প্রতারণা, গ্রেফতার ৩ যুবক

Published by
News Desk

মৃত স্বামীর বীমার টাকা পাইয়ে দেওয়ার নামে এক বৃদ্ধাকে প্রতারণার দায়ে ৩ যুবককে গ্রেফতার করল পুলিশ। এরা ৩ জনই পেশায় বীমা এজেন্ট। রাজু শীলকে আমডাঙা থেকে এবং সমীরণ দে ও অংশু কর মণ্ডলকে চম্পাহাটি থেকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সেক্টর ৩-এর বাসিন্দা নেহা বন্দ্যোপাধ্যায় একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা। স্বামীর মৃত্যুর পর তাঁর বীমার টাকা নেহাদেবীকে পাইয়ে দেওয়ার নাম করে এই ৩ যুবক তাঁকে ফোন করে। তারপর টাকা পাইয়ে দেওয়ার কথা জানিয়ে বৃদ্ধার কাছ থেকে ৩টি ব্ল্যাংক চেক সংগ্রহ করে।

অভিযোগ সেই চেক কাজে লাগিয়ে ওই মহিলার অ্যাকাউন্ট থেকে ৫ লক্ষ ১৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে যায় তারা। ওই বৃদ্ধা পুলিশে অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ। তারপরই এই ৩ যুবককে গ্রেফতার করে তারা।

Share
Published by
News Desk

Recent Posts