Kolkata

বেপরোয়া গাড়ি চালিয়ে গ্রেফতার রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলে

Published by
News Desk

রয়্যাল ক্যালকাটা গল্‌ফ ক্লাবের উঁচু পাঁচিলে গত বৃহস্পতিবার রাতে আচমকাই ধাক্কা মারে একটি প্রবল গতিতে থাকা গাড়ি। এটা পরিস্কার যে নিয়ন্ত্রণ হারিয়েই গাড়িটি ধাক্কা মারে পাঁচিলে। স্থানীয়দের দাবি, গাড়ির চালকের আসনে থাকা তরুণ অস্বাভাবিক গতিতে গাড়িটি চালাচ্ছিল। গাড়িটি পাঁচিলে ধাক্কা মারার পর সকলে সেখানে হাজির হন। তাঁদের দাবি, ওই তরুণ সেসময় মদ্যপ অবস্থায় ছিল। পুলিশ ওই তরুণকে গ্রেফতার করে।

যাকে গ্রেফতার করা হয় তার নাম আকাশ মুখোপাধ্যায়। বয়স ২১ বছর। তার পরিচয় সে অভিনেত্রী তথা বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলে। গাড়িটি এতটাই গতিতে গিয়ে দেওয়ালে ধাক্কা মারে যে দেওয়ালের একটা অংশ ভেঙে যায়। তার চারপাশ ধরে বিরাট ফাটল তৈরি হয়। ওই মোটা পাঁচিল ভেঙে যাওয়ায় অনেকেই হতবাক। গাড়িটিরও সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে গেছে। যদিও আকাশের তেমন একটা চোট লাগেনি। অল্প চোটে রক্ষা পেয়েছে সে।

পুলিশ জানিয়েছে, আকাশ মুখোপাধ্যায়কে বেপরোয়া গাড়ি চালানো ও সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তার রক্তের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এটা জানতে যে সে মদ্যপান করে গাড়ি চালাচ্ছিল কিনা। এছাড়া গাড়িটিকেও ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রূপা গঙ্গোপাধ্যায় জানান, তিনি তাঁর ছেলেকে ভালবাসেন। তবে আইন আইনের পথে চলবে। তিনি পুলিশকে জানিয়েছেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে। পাশাপাশি এই ঘটনা নিয়ে রাজনীতি না করতে সকলকে অনুরোধ করেছেন তিনি।

Share
Published by
News Desk

Recent Posts