Categories: Kolkata

সোদপুরে ব্যবসায়ীকে গুলি

Published by
News Desk

সোদপুর স্টেশনে সকলের সামনে এক ব্যবসায়ীকে গুলি করার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। প্রত্যক্ষদর্শীদের দাবি, সোমবার রাত ১১টা নাগাদ স্থানীয় একটি দোকানের মালিক আনন্দ মোহন চৌধুরী স্টেশনের ৪ নম্বর টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে ছিলেন। তখনই আচমকা এক যুবক এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি আনন্দবাবুর বাঁ হাতে লাগে। রক্তাক্ত অবস্থায় বসে পড়েন তিনি।

এদিকে গুলি চালিয়েই চম্পট দেয় ওই ব্যক্তি। রক্তাক্ত আনন্দবাবুকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে আর জি কর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাঁকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে পুলিশ সূত্রের খবর, গুলিবিদ্ধ আনন্দ মোহন চৌধুরী নিজেও একজন দুষ্কৃতী। তাঁর পুলিশের খাতায় নাম আছে। পুলিশের ধারনা কোনও পুরনো শত্রুতার জেরেই এদিন তাঁকে গুলি করা হয়। এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আনন্দ মোহন চৌধুরী সুস্থ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করে যে গুলি চালিয়েছে তার নাগাল পাওয়ার চেষ্টা করবে পুলিশ।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts