Kolkata

শহরের অভিজাত ক্লাব চত্বরে ব্যবসায়ীর রহস্যমৃত্যু

Published by
News Desk

কলকাতায় বেশ কিছু অভিজাত ক্লাব রয়েছে। বালিগঞ্জের এমনই একটি অভিজাত ক্লাবে বুধবার চাঞ্চল্য ছড়ায়। চাঞ্চল্যের কারণও ছিল। তাঁদের এক সদস্যের দেহ মেলে ওই ক্লাবের যে পার্কিং লট রয়েছে সেখানে। পার্কিং লটের কাছে একটি লিফটের ধারেই পড়েছিল দেহটি। পাশে পড়েছিল মোবাইল ফোন। একটি সুইসাইড নোটও পেয়েছে পুলিশ। হাতে লেখা সুইসাইড নোট।

পুলিশ ঘটনার তদন্ত নেমেছে। এই ঘটনায় পুলিশকে সাহায্য করা হচ্ছে বলেই জানিয়েছে ক্লাব। মৃত ব্যবসায়ীর নাম সবরমল ভীমসারিয়া। পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে এটা আত্মহত্যারই ঘটনা। নাকি এর পিছনে কোনও অন্য রহস্য লুকিয়ে আছে। সুইসাইড নোটটিও খতিয়ে দেখা হচ্ছে যে তা মৃতেরই লেখা কিনা। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

এই রহস্য মৃত্যু ঘিরে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেন হঠাৎ ওই ব্যবসায়ী আত্মহত্যা করতে যাবেন তাও খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সঙ্গে কথা বলছে পুলিশ। তবে পরিবার জানাচ্ছে তিনি ভালই ছিলেন। সেখানেই হয়তো পুলিশের প্রশ্ন জাগছে যেখানে একজন মানুষ ভালই ছিলেন তাহলে তিনি আত্মহত্যার পথ বাছতে যাবেন কেন? তদন্ত চলছে।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts