কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে এসএফআইয়ের বিক্ষোভ, ছবি – সৌজন্যে – ফেসবুক – @sficecofficial
জেলায় জেলায় বিভিন্ন কাজে ‘কাটমানি’ নেওয়ার বিরুদ্ধে সরব ভুক্তভোগীরা। যাঁরা কাটমানি নিয়েছিলেন তাঁদের বাড়িতে চড়াও হচ্ছেন মানুষ। ফেরত চাইছেন কাটমানি। রাজ্য জুড়ে এখন সবচেয়ে চর্চিত শব্দ বোধহয় কাটমানি। এবার সেই কাটমানি আঁচ এসে পড়ল শিক্ষা ক্ষেত্রেও। মঙ্গলবার সারাদিনই রোদ আর ঝেঁপে বৃষ্টির খেলা চলেছে কলকাতায়। তার মধ্যেই শহরের শিক্ষার হাব বলে পরিচিত কলজে স্ট্রিট পাড়ায় দফায় দফায় ছাত্র আন্দোলনে উত্তাপ ছড়াল।
মঙ্গলবার শ্যামবাজার থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করে এবিভিপি। মিছিল কলেজ স্ট্রিট মোড়ে এসে পৌঁছলে তাদের পথ আটকায় পুলিশ। ফলে সেখানেই বসে পড়েন এবিভিপি সদস্যরা। স্লোগান দিতে থাকেন। কলেজে ভর্তিতে কাটমানি নেওয়া হচ্ছে বলে দাবি করে সোচ্চার হন তাঁরা। এই কাটমানি বন্ধ করতে হবে বলেও দাবি তোলেন তাঁরা। তাঁদের অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের নেতারা কাটমানি নিয়ে ছাত্র ভর্তি করাচ্ছেন বিভিন্ন কলেজে। কাটমানি ছাড়াও এবিভিপি-র দাবি ছিল অবিলম্বে কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচন করানোরও।
মঙ্গলবার এবিভিপি যখন কলেজ স্ট্রিট মোড়ে কাটমানি নিয়ে বিক্ষোভে সামিল তখন কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে কলেজে ভর্তির ক্ষেত্রে কাটমানি নেওয়া হচ্ছে বলে দাবি করে বিক্ষোভে সামিল হয় এসএফআই। তারা বিশ্ববিদ্যালয় চত্বর ঘুরে পরে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ট্রাম লাইনে বসে বিক্ষোভ দেখাতে থাকে। দুপুরে এই জোড়া আন্দোলনের জেরে কলেজ স্ট্রিট পাড়া দিয়ে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। চরম দুর্ভোগের শিকার হন সাধারণ মানুষ।
খাবার বললে কলকাতা শহরের জুড়ি নেই। এবার নতুন ধারনার খাদ্যাভ্যাসেও সেরা হল কলকাতা। তাও আবার…
তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…
তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…
২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…